কালিয়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু

- আপডেট সময় : ০২:৪৫:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩ ১৯৪ বার পড়া হয়েছে
নড়াইলের কালিয়ায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। সোমবার (১৬জানুয়ারি) সকালে কালিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। মেলা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
এ মেলায় ১১টি স্টল রয়েছে। কালিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা সুবির কুমার বিশ্বাস জানান, আজ সোমবার থেকে কালিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। বিশেষ অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ।
পরে মেলা উদ্বোধনী উপলক্ষে বর্ণাঢ্য এক র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এসে শেষ হয়। মেলার স্টলগুলোতে কৃষি উপকরণ যন্ত্র, টাওয়ার পদ্ধতিতে সবজি চাষ, সর্জন পদ্ধতিতে ফল ও সবজি চাষ, ঘেরের পাড়ে সবজি, অফসিজনে তরমুজ চাষ, ভার্মিক কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট তৈরি, কলসি ও বস্তা পদ্ধতিতে সবজি চাষ, মিশ্র ফল বাগান, মিনি পুকুর ও পুকুর পাড়ে সবজি চাষ, আঠা ফাঁদ, ফেরোমন ফাঁদ, নিরাপদ সবজি চাষ, আন্তঃফসল চাষ পদ্ধতিসহ স্মার্ট কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয়। বিশেষ অতিথির বক্তৃতায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ বলেন, আগামীর কৃষি হবে আধুনিক কৃষি।
এক সময়ের খাদ্য ঘাটতির বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ক্লাইমেট স্মাট প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর ফলে আগামীতে খাদ্যশস্য রপ্তানি করা যাবে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল জেলায় ২৮টি উপজেলায় এই প্রকল্পের কাজ চলমান রয়েছে। সরকার কৃষিতে ব্যাপক উন্নয়ন করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আরও বলেন, কোনো জমি পতিত রাখা যাবে না। পতিত জমিতে যে ধরনের ফসল উৎপাদন হয় সেই ধরনের ফসল উৎপাদন করতে হবে।
আধুনিকভাবে চাষাবাদ করতে সরকার কৃষকদের সব ধরনের সহায়তা করে যাবে। কৃষকের ফসল বিক্রিতে যেন অসুবিধা না হয় সেজন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নিদের্শনা প্রদান করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠান এর সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস আফরিন জাহান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, কালিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইব্রাহিম শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নিরী, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানসহ ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির আওতায় কৃষকেরা। ধারণাপত্র উপস্থাপন করেন ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনার কৃষি জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের পরিচালক শেখ ফজলুল হক মনি।