সর্বশেষ ::
কুমিল্লা শহরতলীর চাঁপাপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

এস এম মাসুদ রানা।
- আপডেট সময় : ০৬:০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩ ১৩৩ বার পড়া হয়েছে
কুমিল্লা শহরতলীর চাঁপাপুর (বাখরাবাদ) এলাকা হতে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এর একটি আভিযানিক দল শনিবার (৭ জানুয়ারী) সকালে চাঁপাপুর (বাখরাবাদ) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
আটক হওয়া মাদক কারবারি হলেন নীলফামারী জেলার জলঢাকা থানার পশ্চিম শিমুলবাড়ী গ্রামের সফর উদ্দিন মাহমুদের ছেলে মোঃ সাজেদুল ইসলাম সাজু (২৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ নীলফামারী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।