সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের নতুন সভাপতি সুলতান সাধারণ সম্পাদক লিটন

- আপডেট সময় : ০১:১০:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ ১৮২ বার পড়া হয়েছে
শনিবার (৩১ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন কমিটির প্রিজাইডিং অফিসার মো. সাজেদুল ইসলাম ভোটের ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে মো. সুলতান তালুকদার (প্রজাপতি) মার্কায় ১ হাজার ৩৬৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধি মো. রাজু আহমেদ (নিত্তি) মার্কায় ১ হাজর ৬৫ ভোট। সহসভাপতি পদে সিরাজুল ইসলাম (গাভী) মার্কায় ১ হাজার ৫৫২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধি আব্দুল রাজ্জাক মন্ডল (বাস) ১ হাজার ২৫২ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. মনিরুজ্জামান লিটন (গরুর গাড়ী) মার্কায় ২ হাজার ৮১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধি মো. দুলাল সেখ দুলু (দোয়াত কলম) ১ হাজার ৩২৪ ভোট। সহ সাধারণ সম্পাদক পদে মো. সেলিম রেজা (চেয়ার) মার্কায় ২ হাজার ৫৪ ভোট, সহ সাধারণ পদে আব্দুল রাজ্জাক রাজা (ছাতা) ৬৬০ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মো. আব্দুল মাজেদ খান (চাঁদ তারা) মার্কায় ১ হাজার ৬৬৯, সড়ক সম্পাদক পদে মো. শাহিন সেখ (কবুতর) মার্কায় ১ হাজার ৩৮৪, কোষাধ্যক্ষ পদে মো. মোক্তার হোসেন খান (হাতি) মার্কা ১ হাজার ২০ ভোট, দপ্তর সম্পাদক পদে মো. মাসুদ রানা (গিটার) মার্কায় ১ হাজার ৬১৩, সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. আলম সেখ (গোল্ড কাপ) মার্কায় ১ হাজার ৫৪৭ ভোট, ক্রীড়া সম্পাদক পদে মো. সোহেল রানা (বাট বল) মার্কায় ৯৮০ ভোট, প্রচার সম্পাদক পদে মো. রহিম উদ্দিন (মশাল) ১ হাজার ৭২৭ ভেট, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. রেজাউল করিম (দোয়েল পাখি) ১ হাজার ৩০৫ ভোট, কার্যকরী সদস্য পদে মো. আব্দুল আজিজ (চশমা) ১ হাজার ৫৫ ভোট, মো. মজিদ (হুক্কা) ১ হাজার ৩৪ ভোট, মো. নুরু চালক (তালপাখা) ৮৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন কমিটির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান দুলাল এ তথ্য নিশ্চিত করে জানান, অন্যবারের তুলনায় এবার ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছেন।
তিনি আরো বলেন, নির্বাচন ঘিরে পুলিশ, র্যাব ও সাদা পোশাকের ডিবি পুলিশের তিনস্তরের নিরাপত্তাবলয়ের মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন ও গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।