নির্বাহী প্রকৌশলী হিসেবে কামরুল হাসান সরকারের যোগদান

- আপডেট সময় : ০৫:৪২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২ ১৯৮ বার পড়া হয়েছে
দিনাজপুর জেলা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী থেকে পদোন্নতি পেয়ে নাটোর জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করলেন প্রকৌশলী কামরুল হাসান সরকার।
দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী থেকে নাটোর জেলার সড়ক ও জনপথ অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি পেয়ে গত ১৩ নভেম্বর ২০২২ নাটোর জেলার সড়ক ও জনপথ অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন তিনি।
কামরুল হাসান সরকার ৩২ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে কর্ম জীবনে পা রাখেন চাকরি জীবনের শুরুতে তিনি পন্চগড় জেলায় উপ-বিভাগীয় পদে যোগদান করেন। এরপর ২০১৭সালের অক্টোবর মাসে দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী পদে যোগদান করে অত্যন্ত কর্মদক্ষতার মাধ্যমে দিনাজপুর সড়ক বিভাগে দীর্ঘ ৫ বছর তার সময়কালে বড় বড় উন্নয়নমূলক প্রকল্প অত্যান্ত কর্ম-দক্ষতার মাধ্যমে সুষ্ঠ ব্যবস্থাপনায় সম্পন্ন করেছেন।
সবসময় তিনি চ্যালেঞ্জের মাধ্যমে কাজ করে সুনাম অর্জন করেছেন। সর্বশেষ তিনি নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি পেয়ে নাটোর জেলার সড়ক ও জনপথ অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন।
গত ১৩ নভেম্বর নাটোর সড়ক ও জনপথ অধিদপ্তর কামরুল হাসান সরকারের যোগদানের খবর পেয়ে তার সহকর্মীরা আনন্দ প্রকাশ করে মিষ্টিমুখ করেছেন।এসময় ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান সড়ক ও জনপদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সওজ) এর নেতৃবৃন্দ।