দোয়ারাবাজারে যাত্রী নিয়ে কাড়াকাড়ি সংঘর্ষে উভয় পক্ষের আহত ৭

- আপডেট সময় : ০৬:১৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২ ২০৭ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোটরসাইকেলের যাত্রী উঠা নিয়ে তর্কের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে ।
সোমবার (৭ নভেম্বর) বিকাল ২ টায় দোয়ারাবাজার উপজেলা আজমপুর খেয়াঘাটে মোটরসাইকেলে যাত্রী নিয়ে মাছিমপুর গ্রামের মজিদ মিয়ার পুত্র মোহাম্মদ আলী ও একই গ্রামের নুরুল ইসলামের পুত্র রাসেল মিয়া উভয়ে একই যাত্রীকে নিজনিজ গাড়িতে উঠিয়ে বাংলাবাজারে নিয়ে যাওয়ার জন্য তর্কে জড়িয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটিয়েছেন। পরে খাদ্য গুদাম সংলগ্ন পুর্ব মাছিমপুর গ্রামে দৌড়াদৌড়ি করে বাড়িঘরে গিয়ে বেপরোয়া গতিতে ইটপাটকেল দিয়ে কবির মিয়ার বাড়ি ঘর ও গাড়ী ভাঙচুর করে ।
এতে সংঘর্ষে উভয় পক্ষের আহত ৭ জন হলেন, কবির মিয়ার পক্ষের মাছিমপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে ১. মোহাম্মদ আলী (৩৫) ও তার মা আব্দুল মজিদ এর স্ত্রী ২. মমিনা খাতুন (৫৫)। একই গ্রামের রাসেল মিয়া গ্রুপের মাছিমপুর গ্রামের, ১,মাইনুদ্দিন ২,পিংকী বেগম ৩,জাহান মিয়া ৪,নবীর হোসেন ৫, রাসেল মিয়া।
মোটরসাইকেল ড্রাইবার মোহাম্মদ আলী জানান ঐ সময় ব্যাংক থেকে টাকা উত্তোলন করে তার ছোট্ট ভাই ১১৪৫০০ এক লাখ, চৌদ্দ হাজার পাঁচশত টাকা নিয়ে আসার সময় রাসেলের পক্ষের লোকজন ছিনিয়ে নিয়ে যায়। এছাড়াও আমাদের বাড়িঘর ভাঙচুর সহ অনেক ক্ষয়ক্ষতি করেছে।
ড্রাইবার রাসেলের পক্ষের মাইনুদ্দিন বলেন, আমাদের বাড়িঘরে ও ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষে আমাদের পক্ষের ৫ জন আহত হয়েছেন। সংবাদ লেখা পর্যন্ত কেউ মামলা না করলেও উভয় পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছেন।