সর্বশেষ ::
যমুনার ভাঙ্গনে ১৫০ মিটার এলাকা বিলীন

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ।
- আপডেট সময় : ০১:২২:১০ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২ ২১৫ বার পড়া হয়েছে
যমুনার প্রবল স্রোতে সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচঠাকুরীতে ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনে নদীর্তীরের প্রায় ১৫০ মিটার এলাকা যমুনার গর্ভে বিলীন হয়েছে। ভাঙন আতংকে আশপাশের লোকজন তাদের বসত-বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান অন্যত্র সরিয়ে নিচ্ছেন।
সোমবার (৩১ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিৎ কুমার সরকার ভাঙনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে, রোববার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত উপজেলার পাঁচঠাকুরীতে যমুনা নদীতে তীব্র ভাঙণে প্রায় ১৫০ মিটার এলাকা যমুনা নদী গর্ভে বিলীন হয়েছে গেছে। তীব্র ভাঙনে হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। নদী থেকে বাঁধের দূরত্ব মাত্র ২০ মিটার। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
জানা যায়, উপজেলার পাচঁঠাকুরী গ্রামের সিমলা স্পারের পাশে পাঁচঠাকুরী স্থানটি গত বছর ভেঙে গিয়েছিল। সেখানে অস্থায়ীভাবে মেরামত করা হয়েছিল। স্থায়ী মেরামতের জন্য ইতোমধ্যে টেন্ডার আহ্বান করা হলেও কাজ শুরু হয়নি।
এ অবস্থায় গত দুইদিন ধরে নদীর প্রবল স্রোতে পূর্বের ভাঙ্গনের স্থানে আবারও ভাঙ্গন দেখা গিয়েছে। এ অবস্থায় ভাঙ্গন স্থানের আশপাশের ২৫/৩০টি বাড়িঘর অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।