সোমবার দুপুরে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট শের আলী মার্কেট এলাকায় বাইতুন জামে মসজিদ সংলগ্ন মাঠে সংগঠনটির উদ্যোগে কয়েকটি মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ধলপুর ছাত্র সংঘের প্রধান উপদেষ্টা ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম-সম্পাদক মোঃ আবুল হাসনাত আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেসক্লাবে সভাপতি মোঃ মোজাফফর হোসেন জয়।
বিশেষ অতিথি আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খান লিটন, দি টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মোঃ মাসুদ রানার উপস্থিতিতে অনুষ্ঠানটির উদ্বোধক মোঃ মহসীন আজাদ ও সার্বিক তত্বাবধানে ছিলেন ধলপুর ছাত্র সংঘের সভাপতি মোঃ মেহেদী হাসান।
প্রতিযোগীদের বিচারকের দ্বায়িত্বে ছিলেন, মাওলানা মুফতি মোশারফ আল হোসাইন, আলহাজ মাওলানা ক্বারি মোঃ আব্দুল হক ও হাফেজ মাওলানা মুফতি বেলাল বিন হারুন।
এই প্রতিযোগীতায় ২০জন কোরআনে হেফজ বিভাগের ছাত্র অংশগ্রহণ করেন।
প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেছেন, মোঃ সামিউল ইসলাম, দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোঃ ওসমান গনি ও তৃতীয় স্থান অধিকার করেছেন মোঃ সাদমান সিয়াম।