দিনাজপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

- আপডেট সময় : ০৫:৩১:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২ ২১২ বার পড়া হয়েছে
মোঃআব্দুস সাওার, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
৮ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে দিনাজপুর শহরের উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তফিউদ্দিন বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত উক্ত টুর্নামেন্টে ১৩ উপজেলার ২৬টি দল অংশগ্রহণ করছে। বেলুন-ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ বারিউল করিম খান।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হোসেন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মমিনুল করিম।এসময় উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সমেশ চন্দ্র মজুমদার, মোঃসাইফুজ্জামান,সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন, উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজ ফারহানাসহ ১৩টি উপজেলার উপজেলা শিক্ষা অফিসার এবং খেলায় অংশগ্রহণকারী ১৩টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় অংশ নেয় (বালক দল) ফুলবাড়ী দাদুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পার্বতীপুর উত্তর শালন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং (বালিকা দল) ফুলবাড়ী এলুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পার্বতীপুরের মন্মথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উক্ত খেলায় ট্রাইব্রেকারে ৫-৪ গোলে (বালক দল) পার্বতীপুর উত্তর শালন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয় এবং ট্রাইব্রেকারে ৪-২ গোলে (বালিকা দল) ফুলবাড়ী এলুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।
উক্ত খেলা পরিচালনা করেন মোঃ মোতাহার উল আলম, মোঃ ওবায়দুর রহমান রানা, বিপ্লব তপ্ন, মোঃ বেলাল, মোঃ ফয়জার রহমান, রেফারী সমিতির শ্রী সুজিত ও ডালিম কুমার। খেলায় ধারা ভাষ্যকার হিসেবে ছিলেন মোহাম্মদ রফিক।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত ও থিম সং পরিবেশিত হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন বিশেষ অতিথি। এছাড়াও অতিথিবৃন্দ উভয় দলের খেলায়ারদের সাথে পরিচিত হন এবং কমিটির পক্ষ থেকে অতিথিগণকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।