ডিজিটাল মার্কেটিং বেকারত্ব দূরীকরণে অগ্রনী ভূমিকা রাখছে-পরিকল্পনামন্ত্রী

- আপডেট সময় : ০৪:৩৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২ ২১৯ বার পড়া হয়েছে
কাজী জমিরুল ইসলাম মমতাজ, শান্তিগঞ্জ প্রতিনিধিঃ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আধুনিক যুগের আধুনিকতার সাথে পাল্লা দিয়ে সব কিছুতেই এসেছে পরিবর্তন। প্রতিনিয়ত আসছে নতুনত্ব। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে দিনদিন সৃষ্টি হচ্ছে মানুষের নতুন নতুন কর্মসংস্থান, ফলে দেশে বেকারত্বের হার কমে আসছে।
বাংলাদেশে নারী উদ্যোক্তা তৈরিতেও এই প্রযুক্তি অভাবনীয় ভূমিকা রাখছে। এখন ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ঘরে বসে মানুষ টাকা রোজগার করছে। বেকারত্ব দূরীকরণে ডিজিটাল মার্কেটিং গুরুত্বপূর্ণ অবদান রাখছে৷ বৃহস্পতিবার(৬ অক্টোবর) দুপুরে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে বেকার যুব ও যুব মহিলাদের ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মানুষের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। যেকোন কাজ শিখা অনেক সম্মানের বিষয়। এখন দেশে অনেকে প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসে মাসে লাখ লাখ টাকা আয় করছে। কি সুযোগ আল্লাহ দিয়েছেন। তবে প্রযুক্তিতে ভালো জিনিসের পাশাপাশি খারাপ জিনিসও আছে সেটা নিজেকেই বেছে নিতে হবে।
ভালোকে গ্রহণ করে জীবনকে আলোকিত করতে হবে। শান্তিগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র সহযোগিতায় ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বস্তবায়নে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার উজ জামান।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, থানার ওসি খালেদ চৌধুরী, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, দরগাপাশা ইউপি চেয়ারম্যান ছুফি মিয়া, ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।