সুনামগঞ্জে ভাতিজার হতে চাচা খুন, আটক ২

- আপডেট সময় : ০৭:৪৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২ ২২১ বার পড়া হয়েছে
ষ্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় শনিবার বেলা ১২ টায় বাড়ির সীমানা নির্ধারন কে কেন্দ্র করে উভয় পক্ষের হাতাহাতির ঘটনায় ভাতিজার আঘাতে চাচা রহমত আলী (৪৫) নামে একজন নিহত হয়। নিহত রহমত আলী উপজেলা সদর ইউনিয়নের বীরনগর গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে।
অভিযুক্ত ঘাতক একই গ্রামের বাসিন্দা বীরনগর গ্রামের মোগুল হোসেনের ছেলে কিবরিয়া (৩৫),এমন ঘটনায় কিবরিয়া ও তার সহোদর হোসাইন (৩০) কে গ্রামের লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেন।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায় , শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বীর নগর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে রহমত আলী কিবরিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে এসময় কিবরিয়ার আঘাতে রহতম আলী মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন রহমত আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগন তাকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) মো. সৈয়দ ইফতেখার হোসেন এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত দুই জনকে আটক করা হয়েছে।