সর্বশেষ ::
সিরাজগঞ্জে মা ও দুই ছেলের অর্ধগলিত মরদেহ

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৪৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২ ২৬৭ বার পড়া হয়েছে
সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মৌপুর নতুনপাড়া গ্রামের একটা ফাঁকা বাড়ির টিনের ঘর থেকে মা ও তার দুই ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এই মরদেহ গুলো উদ্ধার কার্যক্রম শুরু করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান ঘটনাস্থল থেকে জানান, একটি ফাঁকা বাড়িতে শুধু মা আর তার দুই ছেলেই থাকতো বলে এখানে এসে জেনেছি।
আজ বাড়ি থেকে পঁচা দুর্গন্ধ বের হতে থাকলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। আমরা এসে দেখি ঘরের মধ্যে লাশগুলো পড়ে আছে। ধারণা করা হচ্ছে অন্তত ৪-৫ দিন আগে এদের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশের সিআইডি ও পিবিআই টিমও এসেছেন। তারাও কাজ করছেন। মরদেহ গুলো এখনো উদ্ধার কার্যক্রম চলছে। তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।