ব্রাহ্মণবাড়িয়ার দুই ইউএনও পার্বত্য জেলায় বদলি

- আপডেট সময় : ০৬:১৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ ২১০ বার পড়া হয়েছে
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়ার দুই ইউএনও পার্বত্য জেলায় বদলি হয়েছে। তারা হলেন নবীনগরের ইউএনও একরামুল ছিদ্দিক ও আশুগঞ্জের ইউএনও অরবিন্দ বিশ্বাস। এ দুজন ইউএনও কে পার্বত্য জেলায় বদলি করা হয়েছে।
এদের মধ্যে আশুগঞ্জের ইউএনও অরবিন্দ বিশ্বাসকে বান্দরবানের আলীকদম উপজেলায়, এবং নবীনগরের ইউএনও একরামুল ছিদ্দিক কে রাঙামাটির বরকল উপজেলায় পোস্টিং দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরীর সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ জারি করা হয়।
অপর দুটি প্রজ্ঞাপনে আশুগঞ্জের ইউএনও হিসেবে সাহিদা আক্তার কে এবং নবীনগরের ইউএনও ক্ষেমালিকা চাকমাকে পদায়ন করা হয়েছে।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন। তিনি বলেন, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আদেশে তাদের বদলি করা হয়েছে।