কোম্পানীগঞ্জে বাইসাইকেল পেলেন ৩২ গ্রাম পুলিশ

- আপডেট সময় : ০৪:১০:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২ ২২২ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৩২ গ্রামপুলিশ (পুরুষ /নারী) পেলেন নতুন বাইসাইকেল। উপজেলা গনমিলনায়তনে রবিবার বেলা ১১ টায়
বাইসাইকেল বিতরণ করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুসিকান্ত হাজং।
এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াকুব আলী,
ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, প্রশাসনিক কর্মকর্তা হরলাল সরকার কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা আকবর রেদওয়ান মনা প্রমুখ।
জানা গেছে, গ্রামপুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও প্রত্যেকটি মানুষের জন্ম ও মৃত্যুর নিবন্ধন ৪৫ দিনের মধ্যে তালিকাভুক্ত করার কাজের জন্য তাদের মধ্যে বাইসাইকেলগুলো বিতরণ করা হয়েছে বলে নির্বাহী কর্মকর্তা জানান।
৩২টি বাইসাইকেলের মধ্যে পুরুষ গ্রামপুলিশ ২৬টি ও মহিলা গ্রামপুলিশ ৬টি পেয়েছেন।