ঈশ্বরগঞ্জ মগটুলা ইউনিয়নে প্রকল্পের কাজ না করেই চেয়ারম্যান ও মেম্বার মিলে টাকা আত্মসাৎ

- আপডেট সময় : ১০:৪০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২ ২২০ বার পড়া হয়েছে
আলমগীর সরকার, ময়মনসিংহঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মগটুলা ইউনিয়নের একটি কাঁচারাস্তা সংস্কারের জন্যে বরাদ্দকৃত টিআর প্রকল্পের টাকা কাজ না করেই উত্তোলন করে ভাগবাটোয়ারা করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশন এর উপ-পরিচালক বরাবর একটি অভিযোগ দায়ের করেছে এলাকাবাসী।
জানা যায়, ২০২১-২০২২ অর্থবছরে উপজেলার মগটুলা ইউনিয়নের নাউরী ইকুরিয়াকান্দা গ্রামের সরকার বাড়ি জামে মসজিদ হতে সুলতান ফকিরের বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কারের জন্যে টিআর প্রকল্পের আওতায় ১ লাখ ১৯ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। যে প্রকল্পের সভাপতি ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন। অপরদিকে একই গ্রামের আব্দুল মজিদের বাড়ি হতে রোকন উদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের জন্যে আরেকটি টিআর প্রকল্পের আওতায় ৫৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়।
যে প্রকল্পের সভাপতি স্থানীয় মেম্বার রফিকুল ইসলাম। প্রকল্প দু’টিতে কাজ না করেই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যোগসাজশে বরাদ্দকৃত টাকা চলতি বছরের যথাক্রমে ১৪ই জুন এবং ৩১শে মে উত্তোলনের পর ভাগভাটোয়ারা করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন এলাকাবাসী। এলাকাবাসীর পক্ষে মো. সিরাজ উদ্দিন ভূঁইয়া স্বাক্ষরিত একটি অভিযোগপত্র ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশন এর উপ-পরিচালক বরাবর প্রদান করেন।
বিষয়টি নিয়ে অভিযোগকারী সিরাজ উদ্দিন ভূঁইয়া বলেন, উক্ত রাস্তায় পাঁচ গ্রামের মানুষ যাতায়াত করে। বৃষ্টি হলে গ্রামবাসীসহ স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ে। ওই অবস্থায় এলাকাবাসী মিলে একটি ইটের ভাটা থেকে কিছু ডাস্ট ও রাবিশ কিনে এনে রাস্তাটিতে ফেলেছে। রাস্তাটি সংস্কারের জন্য বরাদ্দ আসলেও কাজ না করে পুরো টাকা চেয়ারম্যান-মেম্বার মিলে আত্মসাৎ কর
ঈশ্বরগঞ্জ মগটুলা ইউনিয়নে প্রকল্পের কাজ না করেই চেয়ারম্যান ও মেম্বার মিলে টাকা আত্মসাৎ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মগটুলা ইউনিয়নের একটি কাঁচারাস্তা সংস্কারের জন্যে বরাদ্দকৃত টিআর প্রকল্পের টাকা কাজ না করেই উত্তোলন করে ভাগবাটোয়ারা করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশন এর উপ-পরিচালক বরাবর একটি অভিযোগ দায়ের করেছে এলাকাবাসী।
জানা যায়, ২০২১-২০২২ অর্থবছরে উপজেলার মগটুলা ইউনিয়নের নাউরী ইকুরিয়াকান্দা গ্রামের সরকার বাড়ি জামে মসজিদ হতে সুলতান ফকিরের বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কারের জন্যে টিআর প্রকল্পের আওতায় ১ লাখ ১৯ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়।
যে প্রকল্পের সভাপতি ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন। অপরদিকে একই গ্রামের আব্দুল মজিদের বাড়ি হতে রোকন উদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের জন্যে আরেকটি টিআর প্রকল্পের আওতায় ৫৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। যে প্রকল্পের সভাপতি স্থানীয় মেম্বার রফিকুল ইসলাম।
প্রকল্প দু’টিতে কাজ না করেই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যোগসাজশে বরাদ্দকৃত টাকা চলতি বছরের যথাক্রমে ১৪ই জুন এবং ৩১শে মে উত্তোলনের পর ভাগভাটোয়ারা করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন এলাকাবাসী। এলাকাবাসীর পক্ষে মো. সিরাজ উদ্দিন ভূঁইয়া স্বাক্ষরিত একটি অভিযোগপত্র ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশন এর উপ-পরিচালক বরাবর প্রদান করেন।
বিষয়টি নিয়ে অভিযোগকারী সিরাজ উদ্দিন ভূঁইয়া বলেন, উক্ত রাস্তায় পাঁচ গ্রামের মানুষ যাতায়াত করে। বৃষ্টি হলে গ্রামবাসীসহ স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ে। ওই অবস্থায় এলাকাবাসী মিলে একটি ইটের ভাটা থেকে কিছু ডাস্ট ও রাবিশ কিনে এনে রাস্তাটিতে ফেলেছে। রাস্তাটি সংস্কারের জন্য বরাদ্দ আসলেও কাজ না করে পুরো টাকা চেয়ারম্যান-মেম্বার মিলে আত্মসাৎ করেছেন।