সর্বশেষ ::
সিরাজগঞ্জে হিরোইন ও ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম গ্রেফতার

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৪৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২ ২০৯ বার পড়া হয়েছে
সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ পৌর এলাকার চককোবদাস পাড়া মহল্লায় অভিযান চালিয়ে হিরোইন ও ইয়াবাসহ শামীম শেখ(৩৫) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সিরাজগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের চককোবদাস পাড়া মহল্লার মৃত আবু বক্কার শেখের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ সেপ্টেম্বর ) রাতে হালিমের চায়ের দোকান এলাকা থেকে ২৫পিচ ইয়াবা, (৫গ্রাম) হিরোইন ও নগদ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।
১নং পুলিশ ফাঁড়ির এসআই মো.ফারুক হোসেন নিশ্চিত করে জানান, শামীম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।