স্কুলের মাল্টিমিডিয়া সরঞ্জামাদী রহস্যজনকভাবে নিখোঁজ

- আপডেট সময় : ০৭:০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২ ২০৮ বার পড়া হয়েছে
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি উচ্চ বিদ্যালয়ের মাল্টিমিডিয়া শ্রেণির সরঞ্জামাদী রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের ছাপড়হাটী সিডিউল কাস্ট (এসসি) উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, ওই বিদ্যালয়ে মাল্টিমিডিয়া শ্রেণির সরঞ্জামাদী ইতোপূর্বে সরবরাহ করেন শিক্ষা অধিদপ্তরের প্রকৌশলী বিভাগের নিয়োগ প্রাপ্ত ঠিকাদার। সরঞ্জামাদীগুলো ছিল প্যাকেট ভর্তি। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ মালামাল বুঝে নেন।
এরপর গত ১৭ সেপ্টেম্বর শিক্ষা অধিদপ্তরের প্রকৌশলী বিভাগের লোকজন মাল্টিমিডিয়া শ্রেণির সরঞ্জামাদী সেটিং ও সংযোগ করতে যান। এসময় প্যাকেটের ভিতর থেকে ১০টি সিপিইউ, ৩টি মনিটর, ১টি এক্সেস পয়েন্ট, ২টি কানেকশন সুইচ ও ১টি ওয়াইফাই সংযোগের সরঞ্জামাদী না থাকায় হৈ-চৈ পড়ে যায়।
স্থানীয়দের ধারণা ঠিকাদারী প্রতিষ্ঠান অথবা বিদ্যালয় কর্তৃপক্ষ প্যাকেটের ভিতর থেকে এ সরঞ্জামাদীগুলো সরিয়েছে। অবশ্য ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদ বকুল এঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরে থানা থেকে প্রাথমিক তদন্ত কাজ শুরু করেছেন।
প্রধান শিক্ষক আব্দুল আহাদ বকুল বলেন, ‘মালামালগুলো প্যাকেট করা ছিল। পরে সেট-আপ করার সময় দেখা যায় মালামাল কম। পরে এঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।’
ম্যানেজিং কমিটির সভাপতি কামরুল ইসলাম বলেন, ‘২০২১ সালে কারিগরি ও মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসব সরঞ্জামাদী বিদ্যালয়ে সরবরাহ করেন ঠিকাদার। তখন আমি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে ছিলাম না। এমনকি, তখন কোন নিরাপত্তা কর্মীও বিদ্যালয়ে নিয়োগ দেয়া হয়নি। বিদ্যালয়ের দরজার তালার চাবি প্রধান শিক্ষক ও অফিস সহকারীর আওতায় ছিল।’
সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল ইসলাম বলেন, ‘তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’