দিনাজপুরে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া চারটি বিষয়ের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

- আপডেট সময় : ০৪:২৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২ ২১৬ বার পড়া হয়েছে
মোঃআব্দুস সাওার, দিনাজপুর প্রতিনিধিঃ প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত হওয়া চারটি বিষয়ের পরীক্ষা গ্রহণের নতুন সময়সূচি প্রকাশ করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার দুপর ১ টায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সময়সূচী অনুযায়ী গণিত পরীক্ষা ২২ সেপ্টেম্বরের পরিবর্তে অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর।
কৃষি শিক্ষা বিষয়ের পরীক্ষা ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১১ অক্টোবর, পদার্থ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ১২ অক্টোবর এবং রসায়ন বিষয়ের পরীক্ষা ২৬ সেপ্টেম্বরের পরিবর্তে ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। এবং ব্যবহারিক পরীক্ষা ১০ থেকে ১৫ অক্টোবরের পরিবর্তে ১৫ থেকে ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে।
গত মঙ্গলবার রাতে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার নেহালউদ্দিন পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বোর্ড কর্তৃপক্ষ গতকাল বুধবার সকালে ওই বিষয়ের পরীক্ষা স্থগিত ঘোষণা করেন।