দেশের সময় এর সাংবাদিক জয়ন্ত সরকারের অকাল মৃত্যু

- আপডেট সময় : ০৩:৩৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২ ২০৪ বার পড়া হয়েছে
হাওরাঞ্চল প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার তরুণ সাংবাদিক জয়ন্ত সরকারের অকাল মৃত্যু হয়েছে। রবিবার সকাল পৌনে ১০টার দিকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেমেয়ে, মা-বাবা সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
জানা যায়, রবিবার সকালে সকালে হাঁটাহাঁটি শেষে বাসায় ফিরে বুকে ব্যথা অনুভব করলে তাকে দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর।
সাংবাদিক ও সংস্কৃতি কর্মীদের প্রিয়মুখ জয়ন্ত কুমার সরকারের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা জয়ন্ত কুমার সরকারের মৃত্যুতে শোক জানিয়েছেন।
জয়ন্ত কুমার সরকারের বাড়ি দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের আলীপুর গ্রামে। বর্তমানে তিনি দিরাই পৌর শহরের উপজেলা রোড এলাকার আনোয়ারপুরে পরিবার নিয়ে থাকতেন। তার পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক জ্যোতিষ চন্দ্র সরকার এবং মাতার নাম মঞ্জু রানী সরকার।
জয়ন্ত কুমার সরকার সাংবাদিকতার পাশাপাশি আন্তর্জাতিক রাধারমন পরিষদ ও আন্তর্জাতিক রাধারমন ধামাইল সংঘ দিরাই শাখার সাধারণ সম্পাদক ছিলেন। দিরাই উদীচীর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে দেশের সময় অনলাইন পরিবার শোকাহত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন দেশের সময় এ সংশ্লিষ্ট সহকর্মীবৃন্দরা।
জয়ন্ত কুমার সরকারের ভাই জুষেন সরকার বলেন, বুকে ব্যথা হচ্ছে জানালে ভাইকে নিয়ে হাসপাতালে আসি। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু আমার ভাই মৃত্যুর কাছে হার মেনেছে। তার এ আকস্মিক মৃত্যু মেনে নিতে পারতেছি না। তিনি জানান, রবিবার বিকেল ৫টায় গ্রামের বাড়ি আলীপুরে জয়ন্ত কুমার সরকারের অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে জানান।