সাতক্ষীরার তালা মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে নিহত ১,আহত ১৭

- আপডেট সময় : ০৪:২৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৬০ বার পড়া হয়েছে
শংকর মন্ডল শিবা, সাতক্ষীরা প্রতিনিধিঃ আজ সকালে আনুমানিক (৬ঃ৪৫ মিনিট) সময় খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী যাত্রীবাহী বাস, সাতক্ষীরার তালা উপজেলার সাহাপুর এলাকায় মহাসড়কে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে সাজ্জাদ আলী সরদার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৭ জন। আহতদের তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত সাজ্জাদ আলী সরদার সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার আমানউল্লাহপুর গ্রামের মোঃ সেরমত আলী সরদারের ছেলে। স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী (খুলনা-জ ০৫-০০২২) একটি যাত্রীবাহী বাস তালা উপজেলাধীন খুলনা পাইকগাছা মহাসড়কে সাহাপুর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা ১৭ জন যাত্রী আহত এবং ঘটনাস্থলেই ১ জন নিহত হয়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সকালে পাইকগাছা খুলনা রোড তালা ভায়া বাজার বটতলার মোড় মর্মান্তিক দুর্ঘটনা বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে।