সরকারের দুঃশাসনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে; ড. এমএম আকাশ

- আপডেট সময় : ০৩:৪৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ ২১৪ বার পড়া হয়েছে
দিনাজপুর প্রতিনিধিঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সভাপতি ড. এম এম আকাশ বলেছেন, ‘বর্তমান সরকারের দুঃশাসন ও গণতন্ত্রহীনতা রুখে দিয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র-সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে শক্তিশালী কমিউনিস্ট পার্টি গড়ে তোলার বিকল্প নেই।
তৃণমূল পর্যায়ে পার্টিকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে পারলে এদেশের মেহনতি মানুষ অনুপ্রাণিত হবে, যা তাদের শোষণমুক্তির লড়াইকে আরও জোরদার করবে।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার সদস্যদের দিনব্যাপী রাজনৈতিক প্রশিক্ষণে তিনি এসব কথা বলেন।
১৬ সেপ্টেম্বর শুক্রবার দিনাজপুর নাট্যসমিতি মিলনায়তনে দিনব্যাপী এই প্রশিক্ষণে চার জেলার দেড় শতাধিক সদস্য অংশ নেন। প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক মিহির ঘোষ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুজ্জামান লায়েক।
মিহির ঘোষ বলেন কমিউনিস্ট পার্টি গড়ে তোলার ক্ষেত্রে সাংগঠনিক শৃংখলা বজায় রাখার ওপর গুরুত্ব দেন। রফিকুজ্জামান লায়েক বলেন, খেটে খাওয়া মানুষরাই কমিউনিস্ট পার্টির মূল শক্তি। তাই তাদের মধ্যে পার্টির ভিত শক্তিশালী করা জরুরি।
সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত প্রশিক্ষণে দুই পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিস্ট পার্টির ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি ইয়াকুব আলী ও নীলফামারী জেলা কমিটির সভাপতি আতিয়ার রহমান। সঞ্চালনা করেন ফুলবাড়ী কয়লা খনি রক্ষা আন্দোলনের সংগঠক এস এম নূরুজ্জামান।
নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা কমিটির সাবেক সভাপতি আলতাফ হোসাইন, সাধারণ সম্পাদক ইকবাল হাসান সিদ্দিকী, পঞ্চগড় জেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম, নীলফামারী জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. তারিণী অধিকারী, ঠাকুরগাঁও জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম প্রমুখ।
প্রশিক্ষণ শুরুর আগে চাল-চিনি-জ্বালানী তেল-ইউরিয়া সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উর্ধমূল্য রোধের দাবিতে কমিউনিস্ট পার্টির নেতা-কর্মীদের একটি মিছিল শহরের বাহাদুর বাজার থেকে মডার্ন মোড় হয়ে পুনরায় বাহাদুর বাজারে এসে শেষ হয়।