Uncategorized

সাতক্ষীরায় উত্তরণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২২ , ৮:০২:২৭ প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরায় উত্তরণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সাতক্ষীরায় উত্তরণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ জাতীয় পর্যায়ের বে -সরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ কতৃক বাস্তবায়িত আজ বুধবার সকাল ১১ টায় সাতক্ষীরা জেলার তালা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

300px X 250px AD

দাতা সংস্থা সিমাভীর অর্থায়নে উত্তরণ বাস্তবায়নে নিউ এরিয়া ওয়াশ এসডিজি ওয়াই এস, পি বাংলাদেশ প্রোগ্রামের মাধ্যমে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিদুল হক লিটু । এছাড়া উত্তরণ ওয়াশ প্রকল্পের পিও (টি এন্ড এ) শেখরুসায়েদ উল্লাহ ও পিও (এ) মোঃ সোহেল রানা সঞ্চালনায়।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। সকল ইউ,পি সদস্য , ইপিসচিব, ওয়াশ ডেক্স উদ্যোক্তা ও গ্রাম্য পুলিশসহ ১৮ জন। এ সময় ওয়াশ প্রকল্পের মনিটরিং অফিসার তকদিরুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলিটেটর শংকর মন্ডল , সজীব আহমেদ উপস্থিত ছিলেন।

উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষনার্থীরা একজন নেতার গুণাবলী, ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও কর্তব্য, ইউনিয়ন পরিষদের আ্যক্ট -২০১৯, বাংলাদেশ পানি ও স্যানিটেশন সেক্টরের জন্য দরিদ্র সহায়ক কৌশল, এমটিআর, বাৎসরিক বাজেট এবং ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের কৌশল ইত্যাদি বিষয়ে বিশেষ ভাবে তুলে ধরা হয় প্রজেক্ট এর মাধ্যমে। প্রশিক্ষণার্থীরা জানান স্বচ্ছ ইউনিয়ন পরিষদের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

আরও খবর

Sponsered content