জমি সংক্রান্ত বিরোধ, মামলা দিয়ে হয়রানির অভিযোগ

- আপডেট সময় : ০২:৪৮:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ ২২৫ বার পড়া হয়েছে
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হাফিজার রহমান নামের এজজনকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে।
ভুক্তভোগী হাফিজার রহমান উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। প্রভাবশালীদের কবল থেকে পরিবারকে রক্ষা করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ওই ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী পরিবার জানায়, হাফিজার রহমানের আপন ভাতিজা আলতাফ মিয়া ও আয়নাল গংদের সাথে দীর্ঘদিন ধরে পৈত্রিক জমি নিয়ে বিরোধ চলে আসছে। হাফিজার রহমানকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করতে একের পর এক জালিয়াতি মামলা দিয়ে হয়রানি করে আসছেন আলতাফ গং।
এছাড়াও তাদের জমিতে দেয়াল নির্মাণ করতেও বাঁধা দেন তারা। এমনকি বিভিন্ন সময়ে বাড়ি থেকে উচ্ছেদের হুমকিও দিয়ে আসছেন। হাফিজার রহমান বলেন, ‘ভয় ও আতঙ্কে দিনাতিপাত করছি।
ন্যায় বিচারের স্বার্থে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের শরণাপন্ন হলেও তারা তা মানছেন না। তাই পরিবারের সকল সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’ এ ব্যাপারে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুজ্জামান বলেন, ‘এবিষয়ে কেউ আমাকে কিছু জানায়নি।’