ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

- আপডেট সময় : ০৬:৪০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ ৯৯ বার পড়া হয়েছে
।। স্পোর্টস ডেস্ক ।।
হোয়াইটওয়াশ শব্দটা এই ভুখন্ডে এসে হয়ে গেল বাংলাওয়াশ। আর বাংলায় বললে ধবলধোলাই। টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে সেই ধবলধোলাইয়ের স্বাদটাই দিল টাইগাররা। দেশের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্যের উজ্জ্বাপন তো এমনি হওয়ার কথা।
সফরে প্রথমবার টস জিতে বোলিং নেয়ার সুযোগ পান জস বাটলার। কিন্তু কারেন-আদিল-ওকসদের সামলে ওপেনিংয়ে ৫৫ রান লিটন-রনি জুটি। শুরুতেই চাপ কাটিয়ে ওঠে টাইগাররা।
২২ রান করে রনি ফিরলেও টি-টোয়েন্টি চাহিদা বুঝে ব্যাট করেন লিটন-শান্ত। অন্যপ্রান্তে লিটনের ব্যাটে রানের ফুলঝুরি। তার অফফর্ম নিয়ে যত কথা সেসব ব্যাট দিয়েই পাঠালেন গ্যালারিতে। ৪১ বলে তার ফিফটি।
শান্তও তার ফর্ম ধরে রাখেন। ৩৬ বলে ৪৭ রানে অপরাজিত তিনি। শেষ পর্যন্ত ৭৩ রানে লিটনকে আউট করেন জর্ডার। ১০ বাউন্ডারি আর এক ছক্কায় সাজানো ছিল তার ইনিংস।
এরপর স্লগ ওভারের ব্যর্থতায় বাংলাদেশ আটকে থাকে ২ উইকেটে ১৫৮ রানে। অভিষেক ম্যাচের নতুন বল হাতে পান স্পিনার তানভীর ইসলাম। তৃতীয় বলেই তার ঘুর্ণি বুঝতে না পেরে স্ট্যাম্পিংয়ের শিকার সল্ট।
বাটলার-মালান ৯৫ রানের জুটিতে ম্যাচ নিজেদের দিকে নেয় ইংলিশরা। ফিফটি আসে মালানের ব্যাটে। দলীয় ১০০-তে মালানকে ফিরিয়ে নিজের ১০০তম শিকার মুস্তাফিজের। ওই রানেই বাটলার রানআউট হন মিরাজের ডিরেক্ট থ্রো-তে।
খেলা ঘুরে যায় সেখানে। মঈন ডাকেটরা চেষ্টা করেনও রানের গতির সঙ্গে তাল মেলাতে পারছিলেন না। একই ওভারের এই দুজনকে তাসকিন ফেরালে টাইগারদের জয় একরকম নিশ্চিত হয়ে যায়।
শেষমেশ ইংল্যান্ড আর ১৫৮ রানের কাছেও যেতে ব্যর্থ। টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাসের সেরা সাফল্য টাইগারদের।