যুক্তরাজ্যের নর্দাম্পটন মেয়র সম্মাননা পেলেন সাংবাদিক এম এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সল

- আপডেট সময় : ০২:২২:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৭২ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সাংবাদিক হিসেবে কমিউনিটির বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রাখায় এবং কোভিড-১৯ সহ বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ঘটনাবলী দর্শক নন্দিত টেলিভশন চ্যানেল এনটিভি ইউরোপের মাধ্যমে তুলে ধরায় “মেয়র’স সার্টিফিকেট ফর অউটস্টান্ডিং কমিউনিটি কান্ট্রিবিউশন” সম্মাননা পেয়েছেন এনটিভি ইউরোপ প্রতিনিধি মিসবাহুদ্দোজা মো: আব্দুল ফাত্তাহ চৌধুরী ফয়সল।
গত ১ সেপ্টেম্বর বৃহ¯পতিবার এক অনাড়ম্ভর অনুষ্ঠানের মধ্যে দিয়ে নর্দাম্পটন গিল্ডহল মেয়র পার্লারে এম এম এ ফাত্তাহ চৌধুরীর হাতে এ সম্মাননা সনদ তুলেদেন যুক্তরাজ্যের নর্দাম্পটনের মেয়র ডেনিস মেরেডিথ ।
কমিউনিটিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটেনের বিভিন্ন শহরের আরও ২০ জন গুণী ব্যক্তিকেও এই সম্মাননা প্রদান করেছেন নর্দাম্পটনের মেয়র। যাঁদের মধ্যে ছিলেন- ডাক্তার, প্রফেসর, সাংবাদিক ও পুলিশ অফিসারসহ বিভিন্ন পেশার বিশিষ্টজনেরা।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ওয়ারদিং মেয়র কাউন্সিলর হেনা চৌধুরী, এনবিবিবিসি চেয়ারম্যান কাউন্সিলর নাজ ইসলামসহ ব্রিটেনের বিভিন্ন শহরের বিশিষ্ট্যজনেরা। এম এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সল ২০১৬ সাল থেকে নর্দাম্পটনের গুরুত্বপূর্ণ বিষয়াবলী এনটিভির মাধ্যমে বিশ্ববাসীর সামনে তুলে ধরছেন।
তাঁর উল্লেখযোগ্য প্রতিবেদনগুলো ইতিমধ্যেই লক্ষাধিক মানুষের ভালোবাসা পেয়েছে এবং মিলিয়ন দর্শকের মন ছুঁয়েছে। নর্দাম্পটন ছাড়াও ব্রিটেনের বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ বিষয়াবলিও তাঁর প্রতিবেদনে জায়গা পেয়েছে। তিনি ইতোপূর্বে এনটিভি ইউরোপ কর্তৃক “নিউজ রিপোর্টার অফ দা ইয়ার (ইউকে) ২০১৮ ” পদক পেয়েছেন।
২০১৯ সালের জানুয়ারিতে প্রতিনিধি সম্মেলনে তাঁর হাতে এনটিভি ইউকের সেরা প্রতিবেদকের অ্যাওয়ার্ড তুলে দেন এনটিভি ডিরেক্টর মোস্তফা সারওয়ার বাবু এবং এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন। তিনি ১ অক্টোবর ২০১৮ সালে যুক্তরাজ্যে বার্মিংহাম সিটির ক্রাউন ব্যাংকুইটিং হলে অনুষ্ঠিত এনটিভি ইউরোপ আয়োজিত বিজনেস র্ফ্রেন্ডস অফ এনটিভি রিকগনিশন অ্যাওয়ার্ড ২০১৮ লাভ করেন ।
নর্দাম্পটন বাংলাদেশি এসোসিয়েশন এর পক্ষ থেকে তিনি ২০১৭ সালে আউটস্টান্ডিং সার্ভিস টু দা কমিউনিটি অ্যাওয়ার্ড লাভ করেন। তিনি বর্তমানে এনটিভি ইউরোপ সাংবাদিকতার পাশাপাশি নর্দাম্পটন বাংলা স্কুল এবং আল জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ ইভনিং মাদ্রাসায় শিক্ষকতা করছেন ।
আল্লামা সাহেব কিবলা ফুলতলী (রা.) প্রতিষ্ঠিত লতিফিয়াহ কারী সোসাইটি ইউকের প্রেস এন্ড পাবলিকেশন্স সেক্রেটারি দায়িত্ব ও পালন করছেন। তিনি লন্ডন বাংলা প্রেস ক্লাবের একজন সদস্য। তাছাড়া তিনি ২০০৯ সালে যুক্তরাজ্যে গমনের পূর্বে সুনামগঞ্জের মঈনুল হক কলেজ ও জগন্নাথপুর ডিগ্রি কলেজে সমাজবিজ্ঞানের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
ছাত্র জীবনে তিনি সুনামগঞ্জ দ্বীনি সিনিয়র মাদ্রাসা ছাত্র সংসদের ভিপি এবং এম সি কলেজ প্রথম ছাত্রাবাসের ছাত্রাধিনায়কের দায়িত্বও পালন করেন। তিনি বর্তমানে বাংলাদেশ কলেজ – বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সুনামগঞ্জ জেলার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দায়িত্বও পালন করছেন।
এম এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সলের জন্ম সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘরে। তাঁর পিতা শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মরহুম মাওলানা আব্দুর রহিম চৌধুরী।