ভোটে হারার ভয়ে দিশেহারা বিএনপি: কাদের

- আপডেট সময় : ০৫:৫৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ ১৭৩ বার পড়া হয়েছে
সরকারের উন্নয়ন-অর্জনের কারণে নির্বাচনে হেরে যাবার ভয়ে বিএনপি দিশেহারা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি যত দেন-দরবারই করুক, বিদেশিরা তাদের ক্ষমতায় বসাতে পারবে না। গণতন্ত্রকে নষ্টকারী বিএনপির মুখে গণতন্ত্রের বুলি শোভা পায় না। আমাদের গণতন্ত্র আমরাই চালাবো। বিদেশি কারও ফরমায়েশে চলবে না।
তিনি বলেন, আমরা কেমন নির্বাচন করি সেজন্য নির্বাচন পর্যবেক্ষককে শেখ হাসিনা স্বাগত জানিয়েছেন। সে পর্যবেক্ষক আমেরিকা থেকে আসুক, ইউরোপ থেকে আসুক, যেখান থেকে যে ইচ্ছা আসতে পারে। কারও জন্য কোনো নিষেধাজ্ঞা নেই।
দলটি ক্ষমতায় থাকতে গণতন্ত্রের কোনো পরোয়া করেনি দাবি করে কাদের আরও বলেন, এদেশে গণতন্ত্র নিয়ে যা কিছু অর্জন তার সবই শেখ হাসিনার হাতে হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকারকে ‘মৃত ইস্যু’ মন্তব্য করে তিনি বলেন, আগামী নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশীদারিত্বমূলক। সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে। সরকারের পরিবর্তন চাইলে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।