চট্টগ্রাম প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদে এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েলের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হালিশহর থানা যুবলীগ।
বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন – হালিশহর থানা যুবলীগ স্বাধীনতাবিরোধী সকল অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে সর্বদা প্রস্তুত আছে।
পদ্মা সেতুর সফল বাস্তবায়ন ও সোনার বাংলার উন্নয়ন দেখে তাদের সহ্য হচ্ছে না, তারা উদ্দেশ্য এখন একটাই -যে কোন মূল্যে দেশের শান্তি বিনষ্ঠ করা।
সমাবেশে বক্তারা সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন – ৭৫ ও ১/১১ এর কুশীলবরা দেশে যে কোন মূল্যে অরাজকতা অশান্তি সৃষ্টি করতে চাইছে, যাতে দেশের মানুষ শান্তিতে থাকতে না পারে। তাই পাক দোসরদের সহযোগীদের বিরুদ্ধে আমাদের সব সময় সজাগ থাকতে হবে এবং দেখা মাত্র প্রতিহত করতে হবে।
বিক্ষোব মিছিলে নগর ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম সামদানী জনি, হালিশহর থানা যুবলীগ নেতা আনোয়ার হোসেন মুকুল,সরোয়ার জামান, মনির,সানজিদ ইভান,শামিম সহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।