তত্ত্বাবধায়ক সরকার ও নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে-মির্জা ফখরুল

- আপডেট সময় : ১০:৫২:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩ ২০ বার পড়া হয়েছে
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং দশ দফা বাস্তবায়নের দাবিতে শনিবার।
(২০ মে) বিকাল ৩টায় লালমনিরহাট কালেক্টরেট মাঠে জেলা বিএনপি’র আয়োজনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান সরকারের নানান দিক তুলে ধরে হুশিয়ারি মূলক বক্তব্য দিয়ে বলেন ,তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। তিনি আরো বলেন,সরকার নানান বাহানায় দেশ চালাচ্ছে অবৈধ ক্ষমতা দখল চিরস্থায়ী নয়।শেখ হাসিনা বলেছেন বিদেশীদের সাহায্য চাইনা, আমরাও বলি আমরাও বিদেশীদের সাহায্য চাইনা। চাই এ দেশের সাধারণ জনগণে অধিকার ফিরিয়ে দিয়ে।
দেশের সাধারণ কৃষক শ্রমিক ও সকল মধ্যবিত্ত মানুষের উদ্দেশ্যে
তিনি বলেন, কৃষক-সার কিনতে পারতেছে না,ইউরিয়া সারের দাম তিন থেকে চারগুন বেড়েছে, সকল দ্রব্যমূলের দাম বেড়েছে, ঘরে ঘরে চাকুরি দিতে চেয়েছিলো তাদের সরকার সেগুলো কি আজও পেয়েছে।
উক্ত জনসভায় সভাপতিত্ব করেন
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির (রংপুর বিভাগ)সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা শাখার সভাপতি (অবঃ) অধ্যক্ষ
আসাদুল হাবিব দুলু ।
আসাদুল হাবিবদুলু বলেন, আপনার (আওয়ামী লীগ) কিসের শান্তি সমাবেশ করেন, দেশের মানুষের দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেন জনগণের মনে এমনিতেই শান্তি ফিরে আসবে।
উক্ত জনসভায় বিশেষ অতিথি ছিলেন বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক উইং এর সদস্য ব্যারিষ্টার রুমিন ফারহানা।
ব্যারিষ্টার রুমিন ফারহানা বলেন, ক্ষমতা চিরদিন স্থায়ী হয় না, শেখ হাসিনাকে মনে করিয়ে দেই ৭৫ সালের পরে ২১বছর ক্ষমতায় আসতে পারেন নাই, রাস্তায় রাস্তায় ঘুরছেন আপনারা, মানুষের কাছে মাফ চাইছেন, বলেছেন আর একটাবার সুযোগ দেন আর ভূল করবোনা, ২১ বছর পরে মানুষের কাছে মাফচেয়ে ক্ষমতায় আসছেন, এখন ১৫ বছরে মানুষের কষ্ট কুড়িয়েন, আগামী ১০০ বছরেও আর ক্ষমতায় আসতে পারবেন না।
উক্ত জনসভায় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার হাসান রাজিব প্রধানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। সঞ্চলনা করেন লালমনিরহাট জেলা বিএনপি সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।