৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৩:৪৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩ ১৮৩ বার পড়া হয়েছে
সারা দেশে ৩১ জেলায় আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনকালে তিনি বলেন, মূলত ইসলামিক মূল্যবোধ চর্চার প্রচার ও প্রসার ঘটাতে মসজিদের এ প্রকল্প নেওয়া হয়েছে। আওয়ামী লীগ সবসময়ই ইসলামের খেদমত করে থাকে।
সোমবার বেলা সাড়ে ১১টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে তিনি ভাষণ দেন। ভাষণে ইসলামের কল্যাণে আওয়ামী লীগ সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, ক্রমান্বয়ে সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করা হবে। এর ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৭২২ কোটি টাকা।
এই প্রকল্পের অংশ হিসেবে ২০২১ সালের ১০ জুন প্রথম ধাপে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বর্তমানে নির্মাণকাজ চলছে আরো ২৮৬টির। এর মধ্যে চলতি মাসে ৫০টি উদ্বোধন শেষে ফেব্রুয়ারিতে আরো ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করা হবে।