মুখে মুখে দুর্নীতির কথা না বলে সুনির্দিষ্ট তথ্য দিলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩০:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩ ৬০ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের বিরুদ্ধে অহেতুক দুর্নীতির কথা বলা হচ্ছে। মুখে মুখে দুর্নীতির কথা না বলে সুনির্দিষ্ট তথ্য দিলে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ নির্বাচনী ওয়াদা ভোলে না, প্রতিশ্রুতি দিয়ে কাজ করা হচ্ছে। জাতির পিতা যে স্বনির্ভরতার পথ দেখিয়েছিলেন, সেই পথেই হাঁটছে বর্তমান সরকার। ডিবিসি নিউজ, সময় টিভি
শনিবার (১৪ জানুয়ারি) গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকারের বিরুদ্ধে অহেতুক দুর্নীতির কথা বলা হচ্ছে। যারা এসব বলে বেড়াচ্ছে, তারাই চিহ্নিত দুর্নীতিবাজ। শুধু মুখে বললে হবে না, কোথায় দুর্নীতি হয়েছে, তা স্পষ্ট করে জানাতে হবে।’
তিনি আরো বলেন, ‘১৪ বছরে দেশের পরিবর্তন ও উন্নতি স্বীকার না করে, দুর্নাম রটিয়ে বেড়ায় অনেকেই। আওয়ামী লীগ মানুষকে যে ওয়াদা দেয়, সেই ওয়াদা রক্ষা করা হয়৷
মানুষ সেসবের শুভ ফল পাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বর্তমান সরকার ছাড়া আর কোনো সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করেছে কি-না, তা জানা নেই আমার।’
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সবজি রপ্তানি হয় বিশ্বের অন্তত ৭০টি দেশে। এখন সময় হয়েছে নিজের পায়ে দাঁড়ানোর। অধিক মুনাফার দিকে নজর দিতে হবে।