সর্বশেষ ::
এক ঘণ্টার মধ্যে রাজধানীতে বিদ্যুৎ চলে আসবে

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:১৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২ ১৫৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ এক ঘণ্টার মধ্যে রাজধানীতে বিদ্যুৎ চলে আসবে এবং সন্ধ্যার মধ্যে সারাদেশে বিদ্যুত আসবে বলে জানিয়েছেন, বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান। তিনি আরও বলেন, গ্রিড বিপর্যয়ের কারণ এখনো জানা যায়নি। সংস্কারের কাজ চলছে।
জাতীয় গ্রিডে ত্রুটির কারণে বিদ্যুৎ নেই ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনার অধিকাংশ এলাকায়। এমনটি জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)।
মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টার পর একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে রাতের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছে দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালনকারী সংস্থা পিজিসিবি।
এরইমধ্যে ঘোড়াশাল ও টঙ্গীসহ কয়েকটি পাওয়ার প্লান্ট চালু হয়েছে। পিজিসিবি জানিয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুৎ সরবরাহে অগ্রাধিকার দেয়া হচ্ছে।