বনজ কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বাবুল আক্তারের মামলা

- আপডেট সময় : ০৮:৩৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২ ১৭১ বার পড়া হয়েছে
নিউজ ডেস্কঃ পুলিশী হেফাজতে নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযোগে আদালতে নালিশি মামলা দায়ের করেছেন মিতু হত্যা মামলায় কারাগারে আটক তার স্বামী বাবুল আক্তার।
অভিযুক্তরা হলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার, পিবিআই চট্টগ্রামের এসপি নাজমুল হাসান, কর্মকর্তা নাঈমা সুলতানা, পরিদর্শক (ওসি খুলশী) সন্তোষ কুমার চাকমা, পরিদর্শক (বর্তমানে ডিবি সিএমপি) এ কে এম মহিউদ্দিন সেলিম ও পুলিশ পরিদর্শক কাজী এনায়েত কবীর।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছার আদালতে এ নালিশি মামলা করা হয়।
বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট শাহিনুর ইসলাম জানান, রিমান্ডে নিয়ে স্বীকারোক্তি আদায়ের জন্য তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। হত্যা চেষ্টাও করা হয়। আদালত অভিযোগ গ্রহণ করেছেন।
মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা দীপেন দাশগুপ্ত বলেন, আদালত ১৯ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেছেন।