‘ভয় পেয়েছে বিজেপি, শেখ হাসিনার সঙ্গে আমাকে দেখা করতে দেয়নি’ বললেন মমতা

- আপডেট সময় : ০৫:৩৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২ ১৭৪ বার পড়া হয়েছে
নিউজ ডেস্কঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু বিজেপি সরকার সেটা করতে দেয়নি এ বিস্ফোরেক অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’
‘তিনি বলেন, জানতে চাই কেন বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার তার সঙ্গে হাসিনার সাক্ষাত নিয়ে ‘চিন্তিত’। তৃণমূল কংগ্রেসের একটি বিশেষ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় মমতা বলেন, বিজেপি ভয় পেয়ে গেছে।’
‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার চমৎকার সম্পর্ক রয়েছে, কিন্তু (কেন্দ্র) আমাকে তার সফরের অংশ হতে আমন্ত্রণ জানায়নি। টাইমস অব ইন্ডিয়া’
‘মমতা বলেন, আমি বাহ্যিক বিষয় বা দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে কথা বলতে চাই না। কিন্তু, আমি লক্ষ্য করেছি যে যখনই আমাকে কোনো দেশে আমন্ত্রণ জানানো হয় তখনই কেন্দ্র আমাকে বাধা দেওয়ার চেষ্টা করে।’
‘আমি জানতে চাই কেন কেন্দ্রীয় সরকার আমার সাথে শেখ হাসিনার বৈঠক নিয়ে এত চিন্তিত? কেন্দ্রীয় সরকার আপিল করে দেশ-বিদেশের অনেক অনুষ্ঠান ও সভায় আমাকে যেতে দেয় না। ‘
‘পশ্চিম বাংলায় আগামী বছর তিন স্তরের পঞ্চায়েত নির্বাচন। এ নির্বাচনের প্রস্তুতি সভা হিসেবেই কলকাতার নেতাজি ইনডোরে দাঁড়িয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি ভয় পেয়ে গেছে।’
‘সে কারণেই তৃণমূলকে আটকানোর চেষ্টা করছে। মমতা বলেন, কোনো লাভ হবে না। কারণ, পশ্চিমবঙ্গজুড়ে যা আছে, সেটা ঘুরে দেখলেই আমার গোটা বিশ্ব দেখা হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস মা, মাটি ও মানুষের সরকার।’
‘ভয় দেখিয়ে কিছু করতে পারবে না কেউ। বিজেপি যদি ভাবে যে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতাদের গ্রেফতার করে দলের কর্মীদের ভয় দেখানো যাবে, তাহলে তারা ভুল ভাবছে। আমি আঘাত করি না, কিন্তু কেউ আঘাত করলে প্রতিহত করি।’