বিএনপি আন্দোলনের নামে আক্রমণ করলে পুলিশ প্রতিহত করবে: সংসদে প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ১২:২০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২ ১৮১ বার পড়া হয়েছে
নিউজ ডেস্কঃ সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি অধিবেশনের সমাপনী ভাষণে এ কথা বলেন। বিএনপির রুমিন ফারহানার অভিযোগের জবাবে শেখ হাসিনা বলেন, আমি পুলিশকে বলে দিয়েছি। শান্তিপূর্ণ আন্দোলনে কোন বাধা দেওয়া হচ্ছে না। কিন্তু আক্রান্ত হলে আত্মরক্ষা করার অধিকার পুলিশের আছে। তারা বোমা ছুঁড়বে, ঢিল মারবে, তাদেরকে কিছু করা যাবে না?
প্রধানমন্ত্রী বলেন, মিডিয়া কাভারেজের জন্য তারা এসব করে। কর্মসূচীর নামে পুলিশের ওপর হামলা চালায়। বিটিভি
বাসস জানায়, শেখ হাসিনা প্রশ্ন রাখেন, জনগণ কিভাবে বর্বরতার ধারক বিএনপিকে সমর্থন করতে পারে ? বিএনপি-জামায়াত জোটের নৃশংসতার অডিও-ভিজ্যুয়াল ও ছবি দেখিয়ে জানতে চান, ন্যূনতম মানবতা আছে, এমন মানুষ কিভাবে বিএনপিকে সমর্থন করতে পারে?
তিনি বলেন, আপনারা বিএনপির শাসনামলের ছবি দেখেছেন। তাহলে বলুন, তাদের সাথে হাত মেলাবেন কিভাবে? এটা আমার প্রশ্ন?
অধিবেশনে তিনি জেনারেল জিয়ার সশস্র বাহিনীর সদস্যদের হত্যা, গুম, খুন এবং জেনারেল এরশাদের শাসনামলে আওয়ামী লীগ নেতা-কর্মী নির্যাতনের ভিডিও এবং স্থির চিত্র তুলে ধরেন।
সংসদ নেতা বিএনপির রাজনৈতিক চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন। বঙ্গবন্ধুর হত্যা থেকে শুরু আজকের বাংলাদেশ পর্যন্ত তাদের বিভিন্ন কাজের তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী।