প্রথম মাসেই রপ্তানি আয় লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে

- আপডেট সময় : ১২:২৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২ ১৩৫ বার পড়া হয়েছে
নিউজ ডেস্কঃ জুলাই মাসে লক্ষ্যমাত্রা ছিলো ৩৯২ কোটি মার্কিন ডলার। মাসশেষে হিসেব করে দেখা গেছে, জুলাই মাসে রপ্তানির পরিমাণ ৩৯৮ কোটি ২৮ লাখ ২০ হাজার ডলার।
এ আয় গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৭২ শতাংশ বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) মঙ্গলবার হালনাগাদ প্রতিবেদনে এ কথা জানিয়েছে।
মহামারী ও ইউক্রেন যুদ্ধের মতো বিশাল প্রতিবন্ধকতা সত্ত্বেও বেশিরভাগ পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি দেখা গেছে।
এ মাসে রপ্তানির শীর্ষে ছিলো প্লাস্টিক পণ্য। জুলাইয়ে প্লাস্টিকের পণ্যে ৪৪ দশমিক ৩২ শতাংশ, ম্যানুফ্যাকচার্ড কমোডিটিজ ১৬ দশমিক ৩৭ শতাংশ, চামড়াজাত পণ্য ৯ দশমিক ৮২ শতাংশ, তৈরি পোশাকে ১৬ দশমিক ১৬ শতাংশ এবং পাটজাত পণ্যে ৫ দশমিক ১৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
নিট ও ওভেন মিলিয়ে এই মাসে ৩৩৭ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৬১ শতাংশ বেশি। গত বছরের জুলাই মাসে ২৮৯ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করা হয়েছিল।
কৃষি, হস্তশিল্প ও কেমিক্যাল পণ্যের রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় কমেছে।