ইউক্রেন-রাশিয়া যুদ্ধ অর্থহীন, লাভবান হচ্ছে অস্ত্র ব্যবসায়ীরাই : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ১২:৫৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২ ১৭৭ বার পড়া হয়েছে
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালে যুক্তহয়ে ২৪টি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ অর্থহী, এ যুদ্ধে অস্ত্র ব্যবসায়ীরাই লাভবান হচ্ছেন। বিটিভি ও সময় টিভি
তিনি বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশে বিদ্যুৎ সাশ্রয় করা হবে। আমাদের পর নির্ভরশীলতা কমাতে হবে। নিজের পায়ে দাঁড়াতে হবে।
তিনি বলেন, হঠাৎ দেখলাম একজন বললেন আমাদের ডিজেল… (সংকট)। ডিজেল আমাদের কিনতে হয় এটা ঠিক কিন্তু অকটেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না।
এটা আমরা যে গ্যাস উত্তোলন করি সেখান থেকে বাই-প্রোডাক্ট হিসেবে পাই। রিফাইন করে পেট্রোলও পাই, অকটেনও পাই। আমাদের যতটুকু চাহিদা তার চেয়ে অনেক বেশি পেট্রোল ও অকটেন আমাদের আছে।
তিনি বলেন, আপদকালীন তিন মাসের খাদ্যশস্য কেনার মতো বা আমদানি করার মতো অর্থটা যেন আমাদের হাতে থাকে, সেটাই আমরা দেখছি।
আমাদের এখন যে রিজার্ভ আছে তাতে ৩ মাস কেন ৬ মাস বা ৯ মাসের খাবারও আমরা কিনে আনতে পারব। কিন্তু আমাদের আবার এই পদক্ষেপ নিতে হবে যে খাদ্যশস্য যেন কিনতে না হয়। আমরা যেন নিজেরা উৎপাদন করতে পারি। নিজেরা সাশ্রয়ী থাকি।
প্রধানমন্ত্রী আরও বলেন, এখন আমাদের যত আমদানি সেগুলো মূলত ক্যাপিটাল মেশিনারিজ। এটা মাথায় রাখতে হবে, এ ক্যাপিটাল মেশিনারিজ আনার পরে যে সমস্ত শিল্প গড়ে উঠবে, সেগুলো যখন উৎপাদনে যাবে সেখানে কিন্তু আমাদের দেশের মানুষ লাভবান হবে। এটা তো অনেক সহজ। এই খরচটা আমাদের করতেই হবে।