চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুন্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুনে হাইড্রোজেন পার অক্সাইডের চালানসহ একটি কন্টেইনার বিস্ফোরণে পরিস্থিতি আরো ভয়াবহ হয়েছে বলে জানা গেছে।
ইতিমধ্যে ১৪জন নিহতের খবর পাওয়া গেছে, ২০০শতাধিকের বেশি আহত। ভয়াবহ দগ্ধ অন্তত ৫০ জন। হাত পা মাথা ফেটেছে অন্তত ১৫০জন প্রায়। অনেকেরই হয়েছে অঙ্গহানী।
পুলিশ সদস্য, ফায়ার সার্ভিস কর্মী, স্থানীয় এলাকাবাসী সবাই আছেন হতাহতের তালিকায়। সিএমসির সব ওয়ার্ড পূর্ণ, সব নার্স-চিকিৎসকের ছুটি বাতিল। আগুন নিয়ন্ত্রণের কোন লক্ষণ এখনো নেই।
রোগী পরিবহনে যানবাহন প্রয়োজন, জীবন বাঁচাতে প্রয়োজন চিকিৎসাকর্মী, রক্ত। অযথা ভিড় নয় বরং আন্তরিক মানবিক সেবার প্রয়োজন। যারা রক্ত দিতে চান তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলার ব্লাড ব্যাংকে যাওয়ার আহ্বান জানাই।
এদিকে দগ্ধদের চিকিৎসা সেবা দিতে নগরীর সকল সরকারি বেসরকারি হাসপাতালের ডাক্তার নার্সদের চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসে চিকিৎসার দেয়ার অনুরোধ জানান চট্রগ্রাম জেলা সিভিল সার্জন শাহরিয়ার কবির।
চট্টগ্রামের প্রথম আলোর বন্ধুসভার বন্ধুরা ইতিমধ্যেই সিএমসিতে রক্ত ও মানবিক সহায়তায় এগিয়ে এসেছেন। রক্ত দিতে সবাই এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।