নিউজ ডেস্কঃ বরণ্য সাংবাদিক ও কলামিস্ট এবং কালজয়ী একুশে গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর দাফন বাংলাদেশে হবে বলে জানিয়েছেন, তার পরিবারের ঘনিষ্ঠ বন্ধু ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান।
আমাদের সময় ডট কমকে জামাল খান বলেন, মৃত্যুর আগে আবদুল গাফফার চৌধুরী বাংলাদেশের মাঠিতে তার লাশ দাফনের জন্য ওসিয়ত করে গেছেন। বনানী বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে নিজের কবরের জন্য তিনি জমি কিনে রেখেছেন।
তিনি বলেন, হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে ইস্ট লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে লাশ দেশে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, আবদুল গাফফার চৌধুরী বৃহস্পতিবার লন্ডন সময় ভোর ৬.৪৯ টায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে লন্ডনের বার্নেট হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।