মোখার মূল আঘাত মিয়ানমারে, ঝুঁকি কমছে বাংলাদেশের

- আপডেট সময় : ০১:১৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩ ৩১ বার পড়া হয়েছে
অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার মূল আঘাত হবে টেকনাফের ৫০ কিলোমিটার দক্ষিণে মিয়ানমারের সিটুয়ে অঞ্চলে। ফলে বাংলাদেশের ওপর থেকে মোখার ঝুঁকি কিছুটা হলেও কমেছে। তবে বাংলাদেশের উপকূল অতিক্রমের সময় কক্সবাজার জেলাসহ টেকনাফ ও সেন্টমার্টিনে ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান।
আজ রোববার (১৪ মে) বেলা সোয়া ১১টায় আবহাওয়া অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে একথা জানান সংস্থাটির পরিচালক।
আজিজুর রহমান বলেন, আগে ঘূর্ণিঝড়টি ২০ থেকে ২২ কিলোমিটার গতিতে এগিয়ে আসলেও এখন ঝড়টির গতি ১৭ কিলোমিটার। ঘূর্ণিঝড় মোখা মূল আঘাত করবে মিয়ানমারে। বাংলাদেশের জন্য আগের ঝুঁকি নেই। টেকনাফের ৫০ কিলোমিটার দক্ষিণ দিক দিয়ে এটি স্থলভাগ অতিক্রম করবে।
এই আবহাওয়াবিদ বলেন, ঘূর্ণিঝড়টি সেন্টমার্টিন ও টেকনাফ উপকূল অতিক্রম করবে ১২টা থেকে ২টার মধ্যে। এ সময়ে সেন্টমার্টিন ও টেকনাফ অঞ্চলের নিম্নাঞ্চলে জলোচ্ছ্বাস হতে পারে।