দিল্লিতে যৌথ উদ্যোগে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

- আপডেট সময় : ১১:২৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩ ১৭১ বার পড়া হয়েছে
সাংবাদিকরা দেশের আয়না হিসেবে কাজ করে যাচ্ছেন। দক্ষিণ এশিয়ায় আমরা সার্ক জার্নালিস্ট ফোরাম এ ব্যাপারে শুধু সাংবাদিকদের সহযোগিতা বা স্বাধীনতার কথা বলছি না, দেশ গঠনেও আমরা কাজ করে যাচ্ছি এবং এই দক্ষিণ এশিয়ার প্রত্যেক দেশের মাঝে শান্তি-শৃঙ্খলা ,ঐক্যবদ্ধতা এবং অর্থনৈতিক উন্নয়নের পারস্পরিক সহযোগিতার নিয়েও আমরা কাজ করে যাচ্ছি।
দক্ষিণ এশিয়ার দেশের সরকারের প্রতি মিডিয়া এবং সাংবাদিকদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, ভারতের গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ে
দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।
দিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক এই সেমিনারে, “দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের চ্যালেঞ্জ শীর্ষক- সেমিনার, “দক্ষিণ এশিয়ার নারী সাংবাদিকতার চ্যালেঞ্জ শীর্ষক-সেমিনার, বর্তমান সোশ্যাল মিডিয়ার ভূমিকা শীর্ষক -সেমিনার, ডিজিটাল এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি শীর্ষক -সেমিনার সহ নানান বিষয় নিয়ে দুই দিনব্যাপী বিভিন্ন সেসনে আন্তর্জাতিক সাংবাদিকরা আলোচনা করেন।