পশ্চিমবঙ্গে বড়ধাক্কা খেল তৃণমূল, বিপুলভাবে জয়ী বিজেপি

- আপডেট সময় : ০২:০০:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২ ২০০ বার পড়া হয়েছে
নিউজ ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর নির্বাচনী ক্ষেত্র নন্দীগ্রামে ভেকুটিয়া সমবায় সমিতির নির্বাচনে বিপুলভাবে জয়ী হয়েছে বিজেপি। রাজ্যের শাসকদল তৃণমূল এখানে বড়সড় ধাক্কা খেয়েছে। গত বিধানসভা নির্বাচনে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম আসনে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেস
রোববার সকাল থেকেই ওই নির্বাচনকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা ছিল। বিকেলে ফল ঘোষণার পরে দেখা যায় ১২টি আসনের মধ্যে ১১টিতেই জয়ী বিজেপি। অন্যদিকে, একটিমাত্র আসনে এক ভোটের ব্যবধানে জিতে কোনও মতে মুখরক্ষা করেছে তৃণমূল। সমবায় সমিতিটি আগে তৃণমূলের দখলে ছিল।
নন্দীগ্রামের তৃণমূলের ব্লক সভাপতি বাপ্পাদিত্য কর বলেন, ‘বিজেপি রীতিমতো গায়ের জোরে ভোট জিতেছে। বিজেপি বাইরে থেকে লোক এনে ভোট করানোর চেষ্টা করতেই এলাকার মানুষজন প্রতিবাদে শামিল হয়েছে। ভোটারদের প্রভাবিত করতে জোর করে তাদের টোটো গাড়িতে তুলে বুথে নিয়ে গিয়েছে বিজেপি।
আমরা শান্তিপূর্ণ ভোট চেয়েছিলাম।’ এ প্রসঙ্গে বিজেপির পূর্ব মেদিনীপুরের জেলা সহসভাপতি প্রলয় পাল বলেন, ‘‘বাংলার যেখানে মানুষ ভোট দিতে পারবে সেখানেই তৃণমূল হারবে এবং বিজেপি জিতবে। নন্দীগ্রামের ভেকুটিয়াতেও তাই হয়েছে। বহিরাগতদের আনার যে অভিযোগ তৃণমূল করছে তা সম্পূর্ণ অসত্য।’
ভরত কুমার মণ্ডল নামে বিজেপির এক জয়ী প্রার্থী বলেন, ‘আজকের এই যে নির্বাচন হল, সাধারণ মানুষ এই নির্বাচনে তৃণমূলের সন্ত্রাসকে উপেক্ষা করে আমাদেরকে জিতিয়েছে।’ ‘আগামী পঞ্চায়েত নির্বাচনে এর ব্যাপক প্রভাব পড়বে’ বলেও তিনি মন্তব্য করেন।’