রাহুল গান্ধী আটক

- আপডেট সময় : ০২:৩৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২ ১৪০ বার পড়া হয়েছে
নিউজ ডেস্কঃ পার্লামেন্ট ভবনের বাইরে রাহুল গান্ধীসহ একাধিক কংগ্রেস পার্লামেন্ট সদস্যকে আটক করে দিল্লি পুলিশ।
মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং খাদ্যপণ্যের উপর জিএসটি বসানোর প্রতিবাদে রাজধানীতে তুমুল বিক্ষোভ আন্দোলন শুরু করেছে কংগ্রেস।
শুক্রবার দুপুরে একটি মিছিল নিয়ে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছিলেন রাহুল গান্ধী। বিজয় চক পৌঁছনোর আগেই তাকে আটক করে দিল্লি পুলিশ। এসময় পার্লামেন্ট ভবন চত্বরে সোনিয়া গান্ধীকেও বিক্ষোভে দেখা যায়।
এদিকে দেশ জুড়ে বিক্ষোভ আন্দোলনে নেমে পড়েছে কংগ্রেস। রাজধানী দিল্লিতে জায়গায় জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করছেন কংগ্রেসকর্মীরা। প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করারও কর্মসূচি রয়েছে কংগ্রেসের।
বিভিন্ন জায়গায় কংগ্রেসকর্মীদের পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলছে । এছাড়া কংগ্রেসের কয়েক জনকে টেনে হিঁচড়ে বাসে তুলছে কেন্দ্রীয় বাহিনী, এমন দৃশ্যও দেখা গিয়েছে। প্রতিবাদ স্বরূপ, কংগ্রেস সাংসদরা সকলেই কালো পোশাক পরে এসেছিলেন।
সুত্রঃ আনন্দবাজার