সর্বশেষ ::
চীনে ভবন ধসে নিহত ৫৩, ছয়দিন পর একজনকে জীবিত উদ্ধার

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৪৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২ ৯৬ বার পড়া হয়েছে
নিউজ ডেস্কঃ ২৯ এপ্রিল চীনে একটি বহুতল ভবন ধসে পড়ে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
বৃহস্পতিবার মধ্যরাতের পর ধসে পড়া স্তূপের মধ্যে আটকে থাকা আরো এক নারীকে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। এএফপি
ঐ নারী দৃঢ় ছিলেন এবং উদ্ধারকারীদের পরামর্শ দেন যে কীভাবে তাকে আঘাত না দিয়ে বাইরে বের করা যায়। অনুসন্ধান কার্যক্রমে কর্মীরা কুকুর এবং হ্যান্ড টুলের পাশাপাশি ড্রোন এবং ইলেকট্রনিক লাইফ ডিটেক্টর ব্যবহার করেন।
এদিকে, ভবন ধসে পড়ার ঘটনায় এর মালিকসহ অন্তত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিল্ডিং কোড উপেক্ষা ও অন্যান্য নিয়ম লঙ্ঘন করার দায়ে এদের আটক করা হয়েছে।