ভারতের মহারাষ্ট্রের বীড জেলার ১৬ বছর বয়সী কিশোরী দাবি করেছেন, থানায় অভিযোগ করতে গিয়ে পুলিশের একজন কর্মীর লালসার শিকার হতে হয়েছে তাকে। বর্তমানে ওই কিশোরী দুই মাসের অন্তঃসত্ত্বা।
মহা’রাষ্ট্রের বীড জেলার পুলিশ সুপার রাজা রামাস্বামী বলেছেন, কিশোরী’কে ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো বলেন, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে শিশুবিবাহ, ধর্ষণ, যৌননি’গ্রহ এবং পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।
গত ছয় মাসে ৪০০ ব্যক্তি ওই কিশোরী’কে ধর্ষণ করেছে বলে অভিযোগ রয়েছে। পুলিশের একজন সদস্যও ধর্ষণে অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
শিশু অধিকার রক্ষা কমিটি’কে কিশোরী জানায়, অনেক মানুষ আমাকে নির্যাতন করেছে। আমি আম্বাজোগাই থানায় অভিযোগ জানাতে অনেক বার গেছি।
কিন্তু অপরাধী’দের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। এক পুলিশ’কর্মীও আমার ওপর অত্যাচার করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।