আওয়ামী লীগ কখনো ভোট চুরি করে ক্ষমতায় আসেনি; প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৬:৪১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২ ২৫১ বার পড়া হয়েছে
নিউজ ডেক্সঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কখনো ভোট চুরি করে ক্ষমতায় আসেনি।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে অংশগ্রহণ করা যে কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্ত। আমরা কিছু চাপিয়ে দিতে পারি না। তারা সিদ্ধান্ত নেবে। তবে আমরা চাই সবাই অংশগ্রহণ করুক। আওয়ামী লীগ কখনো ভোট চুরি করে ক্ষমতায় আসে না। জনগণের ভোটে নির্বাচিত আওয়ামী লীগ।
এ সময় তিনি আরও বলেন, বিরোধী দল অনেক হুমকি দিচ্ছে, এটা তাদের কাজ। বিরোধী দল শক্তিশালী হলে অনেক কিছু হতে পারত। তিনি বলেন, অর্থনৈতিক সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। সরকার যতটা নির্ধারণ করেছে বাংলাদেশ সামগ্রিক অর্থনীতির প্রবৃদ্ধি ততটাই বাস্তবায়ন করতে পারবে।