বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের শ্রদ্ধা

- আপডেট সময় : ০২:০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২ ২১২ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে কুমিল্লার দেবিদ্বার উপজেলা শাখা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম সফিউদ্দিন ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী’র নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন—কুমিল্লা ৪ দেবিদ্বার উপজেলা সংসদ রাজী মোহাম্মদ ফখ্রুল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রোশন আলী মাস্টার, দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ সহ দেবিদ্বার উপজেলার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
উল্লেখ্য, দীর্ঘ ২৬ বছর পর গত ২ সেপ্টেম্বর দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে একেএম সফিউদ্দিন কে সভাপতি, একেএম মনিরুজ্জামান মাষ্টারকে সিনিয়র সহ-সভাপতি, মোস্তফা কামাল চৌধুরীকে সাধারণ সম্পাদক, মোঃ হুমায়ুন কবির ও এজাজ মাহমুদ কে যুগ্ম সাধারণ সম্পাদক এবং আবদুল মতিন সরকারকে সিনিয়র সদস্য করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।