লক্ষ্মীপুরে বাইসাইকেল পেলো ৭১ গ্রাম পুলিশ

- আপডেট সময় : ০৪:৩৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২ ২৩৯ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে জেলা প্রশাসকের উদ্যোগে ও স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ৭১ জন গ্রাম পুলিশের মাঝে নতুন বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ১ম পর্যায়ে জেলার কমলনগর উপজেলার ৭১ জন গ্রাম পুলিশের মাঝে ৭১ টি বাইসাইকেল বিতরণ করা হয়।
সোমবার কমলনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে বাইসাইকেল বিতরণ করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন চৌধুরী বাপ্পী, উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) পূদম পুষ্প চাকমা প্রমুখ।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের উদ্যোগে ও স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে জেলার পাঁচটি উপজেলায় ৩২ লাখ টাকা ব্যয়ে মোট ২৯৩ টি বাইসাইকেল গ্রাম পুলিশের মধ্যে বিতরণ করা হবে।
এর মধ্যে ১ম পর্যায়ে কমলনগর উপজেলায় ৭১ জন গ্রাম পুলিশের মাঝে ৭১ টি সাইকেল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার অন্য উপজেলার ইউনিয়ন গুলোর গ্রাম পুলিশ সদস্যদের মাঝেও বাইসাইকেল বিতরণ করা হবে।
বাইসাইকেল পেয়ে কমলনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েক জন গ্রাম পুলিশ বলেন, এ সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরও গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সব তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, গ্রাম পুলিশরা গ্রামের তথা একটি ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের রাখার জন্য সর্বাত্মক ভূমিকা পালন করেন থাকেন।
সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে তাদের সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। বাইসাইকেল বিতরণের ফলে অত্র জেলার সকল ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি, জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং ইউনিয়ন পরিষদের অন্যান্য কার্যক্রম ত্বরান্বিত হবে।