ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১১ পর্যটক

- আপডেট সময় : ০৫:৩২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২ ১৪১ বার পড়া হয়েছে
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের মীরসরাই এলাকায় শুক্রবার (২৯ জুলাই) দুপুরে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে মাইক্রোবাসে থাকা ১১ পর্যটক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ৫ জন।
তবে গাড়িতে কতজন যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, উপজেলার এসিল্যান্ড জামিউল হিকমা, মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন।
মীরসরাই থানার ওসি কবির হোসেন জানিয়েছেন, খৈয়াছড়া ঝর্ণা দেখে ফেরার পথে মীরসরাইয়ে মহানগর প্রভাতী ট্রেনের সাথে পর্যটকবাহী মাইক্রোবাসটির সংঘর্ষে ঘটনাস্থলেই ১১ পর্যটকের মৃত্যু হয়।
খৈয়াছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার নুরুল আবছার বলেন, ‘পর্যটকসহ একটি মাইক্রো বাস খৈয়াছড়া ঝর্ণার দিকে যাচ্ছিল। এ সময় ঢাকার দিক থেকে আসা একটি ট্রেন মাইকোটিকে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার দক্ষিনে নিয়ে ফেলে।
জিআরপি পুলিশের এসআই খোরশেদ আলম জানান, আহত তিনজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ বড়তাকিয়া রেল স্টেশনের এখানে রাখা হয়েছে।
নিহত সবাই হাটহাজারী উপজেলার আমান বাজারে এলাকা বাসিন্দা। নিহতের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।