স্টাফ রিপোর্টারঃ কলকাতায় গ্রেপ্তারকৃত পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখার্জির দ্বিতীয় ফ্ল্যাট থেকে নগদ ২৯ কোটি ৯০ লক্ষ রুপি ও পাঁচ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) পরিচালিত ১৮ ঘণ্টার দীর্ঘ অভিযান শেষে বৃহস্পতিবার ভোরে কলকাতার বেলঘরিয়া এলাকায় অর্পিতা মুখার্জির বাড়ি থেকে এসব নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এনডিটিভি, আনন্দবাজার
তবে ইডির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি বা ‘সিজার লিস্ট’ দেওয়া হয়নি। যতক্ষণ না বিষয়টি তদন্তকারী সংস্থা সরকারিভাবে জানানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনও অঙ্কই ‘সঠিক’ বলতে রাজি হচ্ছেন না কেউ।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মীদের ডেকে মোট চারটি বৃহদাকার যন্ত্রে ওইসব টাকা গোনা হয়।
গত ২৩ জুলাই পার্থ চ্যাটার্জি এবং অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। এর আগের দিন অর্পিতার ফ্ল্যাট থেকে ২১ কোটি রুপি, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং দুই কোটি রুপির স্বর্ণ উদ্ধার করে ইডি।
ইডি প্রায় ৪০ পৃষ্ঠার নোটসহ একটি ডায়েরিও খুঁজে পেয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া কিছু গুরুত্বপূর্ণ নথিও জব্দ করা হয়েছে, যা কর্তৃপক্ষ পরীক্ষা করছে।
রাজ্যের একটি স্কুলে চাকরি কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কিত মানি লন্ডারিং মামলায় তদন্তের অংশ হিসেবে এই অভিযান চালায় তারা।
গ্রেপ্তার হওয়া পার্থ চ্যাটার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সিনিয়র মন্ত্রী। তার বিরুদ্ধে শিক্ষামন্ত্রী থাকাকালে একটি সরকারি স্কুলে শিক্ষক ও কর্মচারীদের অবৈধ নিয়োগে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে অর্পিতা মুখার্জি তদন্তকারীদের বলেছেন, বদলি এবং কলেজগুলোকে স্বীকৃতি পেতে সহায়তা করার জন্য ঘুষ নেওয়া হয়েছিল। পার্থ আমার এবং তার আরেক ঘনিষ্ঠ নারী বন্ধুর বাড়িকেও মিনি-ব্যাংক হিসেবে ব্যবহার করেছে।