সর্বশেষ ::
মুক্তি পেল বীরভূমের মাইয়া মিউজিক ভিডিও অ্যালবামের

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:২৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ ২০৮ বার পড়া হয়েছে
মোহাম্মদ আলী সুমন, ঢাকাঃ বিপ্লব কুমার সিনহা প্রযোজিত ও Bks ফিল্ম প্রোডাকটশন নিবেদিত বিপ্লব কুমার সিনহার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও ইন্সটাগ্রামে লঞ্চ হল নতুন মিউজিক ভিডিও। গানটি নাম ” বীরভূমের মাইয়া ” ।
গানটি এক অন্য ধাঁচের অন্য রকমের গ্রাম্য পরিবেশ নিয়ে গানটি তৈরি হয়েছে। যাকে বলে মাটির গান । শহরের একটি ছেলে গ্রামে এসে একটি গ্রাম্য মেয়েকে ভালবাসে। গানটিতে অভিনয় করেছেন বিপ্লব কুমার সিনহা ও হিয়া। গানটি গেয়েছেন জিসনু ও লিনানজনা।
গত সোমবার সন্ধ্যায় সল্টলেক গোদরেজ জেনেসিস বিল্ডিং এর ১৩ তলায় সিনহা হাউসে নতুন মিউজিক ভিডিওটির শুভ সূচনা হয়।
অনুষ্ঠানে ‘বীরভূমের মাইয়া’ মিউজিক ভিডিও’র শিল্পী কলাকুশলী ও কলকাতার বিভিন্ন শ্রেনীর জনপ্রিয় অভিনয় শিল্পীরা সহ ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।