কলকাতা বিশ্ব চলচ্চিত্র উৎসবে প্রধান অতিথি জয়া আহসান
- আপডেট সময় : ০৯:১৬:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ ১০৬ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্কঃ বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে তাকে ভারতের সিনেমায়ও দেখা যায়। এবার ছবিতে নয়, বিশ্ব চলচ্চিত্র উৎসবে প্রধান অতিথি হিসেবে দেখা যাবে জয়া আহসানকে।
ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া’র আয়োজনে প্রথমবার কলকাতায় পরিচালক কিরণ সান্তারাম এর সভাপতিত্বে ২০ সেপ্টেম্বর এই উৎসব শুরু হবে। অনুষ্ঠানের উদ্বোধনী দিনে বাংলাদেশের মোহাম্মদ রাব্বি মৃধার ‘পায়ের তলায় মাটি নাই’ প্রদর্শিত হবে।
এ ছাড়া প্রদর্শিত হবে নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’, মাসুদ পথিকের ‘মায়া’, অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ ও সুবর্ণ সেঁজুতি তুষীর স্বল্পদৈর্ঘ্য ‘রিপলস’।
অনুষ্ঠানে জয়া আহসান ছাড়া বাংলাদেশ থেকে আরও থাকবেন পরিচালক আবু সাঈদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি এবং ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ায়’র ভি কে যোসেফ, পরিচালক অতুন ঘোষ, অভিনেত্রী গার্গী রায় চৌধুরী প্রমূখ।
২০১৩ সালে ‘আবর্ত’ সিনেমা দিয়ে জয়া আহসানের কলকাতা অভিযান শুরু। এরপর পশ্চিমবঙ্গের প্রথম পর্যায়ের প্রায় সব নির্মাতার সঙ্গে কাজ করে সেখানকার অন্যতম সেরা অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি।